ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

রাষ্ট্রের স্বার্থে মৌলিক সংস্কার এখন সময়ের দাবি: নুরুল হক নুর

প্রকাশিত: ০২:৩০, ১০ এপ্রিল ২০২৫

রাষ্ট্রের স্বার্থে মৌলিক সংস্কার এখন সময়ের দাবি: নুরুল হক নুর

রাষ্ট্রের অভ্যন্তরে ও বাইরে নানামুখী টানাপোড়েন ও সংকটময় অবস্থার প্রেক্ষাপটে "রাষ্ট্রের স্বার্থে মৌলিক সংস্কার এখন আবশ্যক"—এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের অন্যতম নেতা নুরুল হক নুর।

সম্প্রতি এক টকশোতে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সরকার, প্রশাসন ও নিরাপত্তা বাহিনী ঘিরে যেসব ঘটনা প্রকাশ্যে আসছে, তা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে সেনা সদর ও রাজনৈতিক দলের নেতাদের মধ্যকার কথিত মিথস্ক্রিয়ার বিষয়ে বিভিন্ন পক্ষের ভিন্ন ভিন্ন বয়ান জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে।

নুর অভিযোগ করেন, “সেনা সদরের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, কারও সঙ্গে এমন কোনো আলোচনা হয়নি—বরং ওই পক্ষই অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিল। অথচ এর বিপরীতে একাধিক ভিডিও বয়ান ও স্বীকারোক্তি এসেছে, যেখানে বিপরীত চিত্র দেখা যাচ্ছে। এই ধোঁয়াশাপূর্ণ অবস্থায় সাধারণ মানুষের আস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।”

তিনি আরও বলেন, “বর্তমানে সামরিক অস্ত্র উদ্ধার অভিযান চালানো হলেও এখনো অনেক বিপজ্জনক অস্ত্র খুঁজে পাওয়া যায়নি। এতে প্রমাণ হয়—দেশ একটি ভয়ঙ্কর অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে।”

নবগঠিত একটি রাজনৈতিক দলের ইফতার আয়োজন নিয়ে তিনি প্রশ্ন তোলেন—“কারা অর্থায়ন করলো, কত খরচ হলো—এই স্বচ্ছতা থাকছে না। রেজিস্ট্রেশনবিহীন একটি দল কীভাবে এভাবে কার্যক্রম চালায় সেটাও ভেবে দেখার সময় এসেছে।”

তিনি অভিযোগ করেন, “অনেকেই এখন স্ট্যাটাস দিয়ে, পরে তা মুছে ফেলেও বার্তা দিয়ে যাচ্ছেন—যা বিভ্রান্তি তৈরি করছে। রাষ্ট্রযন্ত্রের প্রতি মানুষের আস্থা টিকিয়ে রাখতে হলে এই ধরনের বিভ্রান্তিকর সংকেত দেওয়া বন্ধ করতে হবে।”

অন্যদিকে, ফ্রান্সে অবস্থানরত পিনাকী ভট্টাচার্য, কনক সারোয়ার এবং ইলিয়াস হোসাইনসহ বিভিন্ন প্রবাসী রাজনৈতিক বিশ্লেষকদের কথোপকথনের প্রসঙ্গ টেনে নুর বলেন, “তাদের কথোপকথনে সেনাবাহিনী ও রাজনীতিবিদদের সম্পর্ক ঘিরে যে চিত্র উঠে এসেছে তা আমাদের দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।”

শেষে তিনি বলেন, “এই মুহূর্তে আমাদের উচিত সব রাজনৈতিক পক্ষ, প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে নিয়ে একটি বৃহৎ সংলাপ আয়োজন করা, যার মাধ্যমে সুনির্দিষ্ট সংস্কার প্রক্রিয়া শুরু করা সম্ভব। অন্যথায়, আমরা রাষ্ট্রীয় বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছি।

সূত্র :https://www.youtube.com/watch?v=SDGmtAM796Y

রাজু

আরো পড়ুন  

×