
ছবিঃ সংগৃহীত
জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অনিশ্চয়তা ও ধোঁয়াশা বাড়ছে—এমন পরিস্থিতি নিরসনে ডিসেম্বরের আগেই একটি স্পষ্ট রোডম্যাপ চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে দলটি।
বুধবার (৯ এপ্রিল) গুলশানে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, “আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগেই একটি রোডম্যাপ চাইব—যাতে তিনি স্পষ্টভাবে জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন। যাতে দেশের মধ্যে যে একটি অনিশ্চয়তা ও অস্থিরতার ভাব বিরাজ করছে, তা দূর হয় এবং রাজনীতিতে স্থিতিশীলতা আসে। পাশাপাশি, অর্থনৈতিক কর্মকাণ্ডেও যাতে গতিশীলতা আসে—সেই লক্ষ্যেই আমরা বলব যে, এখনই যথাযথ সময়।”
তিনি জানান, "ঐক্যমত কমিশনের সংলাপের আগেই একটি সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ জাতির সামনে উপস্থাপন করা উচিত। অনিশ্চয়তা দূর করতে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার সঙ্গে শিগগিরই সাক্ষাৎ চায় বিএনপি।"
ইমরান