ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

ডেমরায় যুবদল নেতার মৃত্যুতে শোকস্তব্ধ ডেমরা থানা বিএনপি

নিজস্ব সংবাদদাতা, ডেমরা, ঢাকা

প্রকাশিত: ১৯:০৬, ৯ এপ্রিল ২০২৫

ডেমরায় যুবদল নেতার মৃত্যুতে শোকস্তব্ধ ডেমরা থানা বিএনপি

ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরায় মো. হাবিবুর রহমান প্রধান (৪৫) নামে এক যুবদল নেতার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে ডেমরা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। তিনি ডেমরা থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে সন্তান ও মাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার (৯ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মো. হাবিবুর রহমান প্রধানের মরদেহ তাঁর ডেমরার সারুলিয়া বাসভবনে আনা হয়। সেখান থেকে পরে নেওয়া হয় তাঁর গ্রামের বাড়ি, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার দরপদ গ্রামে। সেখানকার ঈদগাহ মাঠে বেলা ১১টায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে দরপদ কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ডেমরা থানা বিএনপির সভাপতি প্রত্যাশী এসএম রেজা চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক প্রতিনিধিসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

শোকার্ত নেতাকর্মীরা জানায়, বিগত সরকারের সময় তিনি একের পর এক রাজনৈতিক মামলায় জড়িয়ে পড়েন, যার বেশিরভাগই ছিল মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। রাজনীতি তাঁর কাছে ছিল মানুষের পাশে দাঁড়ানো, অন্যায়ের প্রতিবাদ এবং নতুন প্রজন্মের জন্য আলোর দিশা দেখানো। দলের প্রতি অবিচল বিশ্বাস, সাহসিকতা ও মানুষের পাশে থাকার মানসিকতা নিয়ে তিনি হয়ে উঠেছিলেন এলাকার মানুষের ভরসার নাম। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

যুবদল নেতা মো. হাবিবুর রহমান প্রধানের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই গভীর শোক প্রকাশ করেছেন। দলীয় নেতৃবৃন্দ তাঁর অবদানের কথা স্মরণ করে বলেন, রাজনীতি যদি সেবার মাধ্যম হয়, তবে হাবিবুর রহমান ছিলেন তার জীবন্ত প্রতীক।

মো. আসাদুল্লাহ/রাকিব

আরো পড়ুন  

×