ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

শিশির মনির

গণঅভ্যুত্থানের পর সব পরিবর্তন হবে, এমন চাওয়া সঠিক নয়

প্রকাশিত: ১৬:৪২, ৯ এপ্রিল ২০২৫; আপডেট: ১৬:৪৩, ৯ এপ্রিল ২০২৫

গণঅভ্যুত্থানের পর সব পরিবর্তন হবে, এমন চাওয়া সঠিক নয়

ছবি: সংগৃহীত

একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, যে সংস্কার প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, এটাতো ওভারনাইট হবে না। আমাদের যে প্রত্যাশা পাঁচ মাসের, ছয় মাসের বা আট মাসের, এই সময়ে সবকিছু পরিবর্তন হয়ে যাবে এটা ঠিক নয়। 

তিনি আরো বলেন, প্রতিষ্ঠান সংস্কারের জন্য যেসব পদক্ষেপ নেয়া হয়েছে সেগুলোর জন্য প্রয়োজনীয় টাইম দিতে হবে। তাহলেই আমরা দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবো। আমরা নির্বাচন কন্ডাক্ট করার জন্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দিয়েছি কিন্তু আমরা তাদেরকে কতদিন সময় দিয়েছি? 

ফারুক

আরো পড়ুন  

×