ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

অতি গুরুত্বপূর্ণ কারনে দুদকে হাসনাত-সারজিস!

প্রকাশিত: ১৫:২২, ৯ এপ্রিল ২০২৫; আপডেট: ১৫:২৩, ৯ এপ্রিল ২০২৫

অতি গুরুত্বপূর্ণ কারনে দুদকে হাসনাত-সারজিস!

ছবি: সংগৃহীত

অতি গুরুত্বপূর্ণ অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

বুধবার (৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে দুদক অফিস থেকে বের হয়ে তারা এ কথা জানান।

গণমাধ্যম কর্মীদের হাসনাত আব্দুল্লাহ বলেন, "আমরা কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে এসেছি এবং আমাদের অভিযোগগুলো লিখিতভাবে জানিয়েছি।"

অভিযোগের বিস্তারিত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "এটা খুবই গোপনীয়।"

অভিযোগ কাদের বিরুদ্ধে- দুর্নীতি দমন কমিশন, না কি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে হাসনাত বলেন, "এটা গোপনীয় বিষয়, যদি এখনই সেটা প্রকাশ করি, তবে আর তা গোপনীয় থাকবে না। এছাড়া, অপরাধীরা সতর্ক হয়ে যাবে।"

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, "অতীতে অনেকেই দুদককে ব্যবহার করে তাদের সাম্রাজ্য তৈরি করেছে এবং অনেক সাধারণ মানুষকে বিনা অপরাধে হয়রানি করেছে। এখন আমরা এমন কিছু প্রত্যাশা করি না। আমাদের কিছু অভিযোগ ছিল, যা আমরা লিখিতভাবে জানিয়েছি এবং সেটি জানাতেই আমরা এখানে এসেছি।"

শিহাব

আরো পড়ুন  

×