ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

ডিসেম্বরে নির্বাচন ঠেকানোর সাহস কারও নেই: দুদু

প্রকাশিত: ১৪:২৪, ৯ এপ্রিল ২০২৫

ডিসেম্বরে নির্বাচন ঠেকানোর সাহস কারও নেই: দুদু

ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচন হবে, এবং নির্বাচনের পথে বাধা দেওয়ার সাহস কারো নেই। তবে তিনি স্পষ্টভাবে দাবি করেছেন, এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, এবং বিএনপি প্রমাণ করবে যে, ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে।

বুধবার (৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে ‘সংস্কার, জাতীয় নির্বাচন ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শেখ মুজিবুর রহমানকে দ্বিতীয়বার হত্যার জন্য আওয়ামী লীগকে অভিযুক্ত করে দুদু বলেন, "আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের বলতেন, সাহস থাকলে বাংলাদেশে আসেন। কিন্তু আপনারা তো পালিয়ে গেছেন। সাহস থাকলে দেশে আসুন, এভাবে কেউ পালায় না।"

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, "আমরা আপনাদের সমর্থন করি এবং আপনাদের প্রতি শ্রদ্ধা রয়েছে, কিন্তু এই শ্রদ্ধা ভালোবাসা নষ্ট করবেন না। বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য করবেন না। নির্বাচন দিন, আর বিএনপি রাস্তায় নামলে কী হবে, তা শেখ হাসিনার দিকে তাকিয়ে দেখুন। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, তা জনগণের সমর্থন এবং ভালোবাসা নিয়ে এসেছে, কারণ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আছেন।"

তিনি আরও বলেন, "বাংলাদেশকে কীভাবে এগিয়ে নিতে হয়, কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, তা দেখিয়েছেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর প্রমাণ করেছেন, একজন মানুষ রাষ্ট্রের জন্য কত নিবেদিত হতে পারে এবং কতটা বিশ্বাসযোগ্য হতে পারে। তার হাত দিয়েই বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল, যা আওয়ামী লীগের জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল। আওয়ামী লীগ দাবি করতো তারা গণতন্ত্রকামী, কিন্তু এটি সত্য নয়, এর প্রমাণ দিয়েছেন শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতায় আসেন। তার সাড়ে তিন বছরের শাসন ছিল ফ্যাসিজমের প্রকাশ, যেখানে বিরোধী দলের চল্লিশ হাজারেরও বেশি নেতাকর্মী গুম, খুন বা হত্যা হয়েছিল, দেশে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল, অথচ তার ছেলে রাজকীয় জীবনযাপন করছিল। চারটি সংবাদপত্র বাদে বাকী সব সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন এবং বিরোধী দলগুলোকে কোণঠাসা করে রেখেছিলেন।"

শিহাব

আরো পড়ুন  

×