ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

বাউফল উপজেলা যুবদলের কমিটি বিলুপ্ত

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ২৩:৪০, ৮ এপ্রিল ২০২৫

বাউফল উপজেলা যুবদলের কমিটি বিলুপ্ত

ছবি সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ড এবং বিভিন্ন অনাচারের অভিযোগে বাউফল উপজেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবদল।

মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেন।

কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্তির তথ্য গণমাধ্যমে নিশ্চিত করা হয়।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বাউফল উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম জসিম এবং যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ সম্প্রতি বগা বন্দরে আওয়ামী লীগের একটি মিছিলে অংশ নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এছাড়া কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান পলাশের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়-যা দলের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।

আশিক

×