
ছবিঃ সংগৃহীত
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, কুমিল্লার দাউদকান্দিতে আওয়ামী লীগের মতো কোন ধরনের চাঁদা ও দখলবাজি চলবে না।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাত পৌনে ১১টায় ড. খন্দকার মারুফ হোসেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ইলিয়টগঞ্জ উত্তর ও দক্ষিণ এবং জিংলাতলী ইউনিয়নের অধীনে প্লাবন ভূমিতে মৎস্য প্রজেক্ট গুলোতে যারা প্রকৃত ব্যবসায়ী ও জমির মালিক তারাই যেন সঠিকভাবে তার পাওনা টাকা ও লভ্যাংশ পান সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে।
মনে রাখবেন, এখানে আওয়ামী লীগের মতো কোন ধরনের চাঁদা ও দখলবাজি চলবে না। যাদের এই প্রজেক্ট গুলোতে কোনো হক নেই, সে যেই হোক না কেন, এখান থেকে কোন টাকা উত্তোলন করার সুযোগ পাবেন না। যদি কেউ জোর-জবরদস্তি, চাঁদা ও দখলবাজি করতে আসেন তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ইমরান