
ছবি: সংগৃহীত
নীলফামারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা ও বাড়ি ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়ে আদালত। সোমবার (৭ এপ্রিল) বিকালে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদের আদলতে আত্মসমর্পণ করলে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামী পক্ষের আইনজীবী অক্ষয় কুমার রায় বিষয়টি নিশ্চিত করেন।
ওই তিন নেতাকর্মী হলেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কুন্দুপুকুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাসেল আমীন স্বপন ও পৌর আওয়ামী লীগের সদস্য সুমন ইসলাম।
মামলার সূত্র মতে (মামলা নম্বর জিআর ২৩৮/২৪) গত বছরের ৪ আগস্ট জেলা শহরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার মিছিলে মিছিলে বাধা সৃষ্টি ও বিকাল পৌনে চারটার দিকে দলবদ্ধভাবে জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় ওই বছরের ২৫ আগস্ট মামলা দায়ের হয়। সোমবার বিকালে সে মামলায় আদলতে আত্মসমর্পণ করেন ও তিন নেতাকর্মী।
আসিফ