ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

গত তিন নির্বাচনে খুশিতে, ঠেলায় ভোট দেয়ার অভিনয় হয়েছে: খালেদ মুহিউদ্দীন

প্রকাশিত: ১০:৫২, ৭ এপ্রিল ২০২৫

গত তিন নির্বাচনে খুশিতে, ঠেলায় ভোট দেয়ার অভিনয় হয়েছে: খালেদ মুহিউদ্দীন

ছবি: সংগৃহীত

শেখা হাসিনা যখন ভাষণ দিচ্ছিলেন তখন ৩২ নম্বরের বাড়ির কঙ্কাল থেকে হাড়গোড় খোলা শুরু হয়েছে। এ নিয়ে তিনি খুব বেশি কথা খরচ করেননি, শুধু বলেছেন দেশের স্বাধীনতা কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে এই শক্তি তাদের হয়নি। তারা একটি দালান ভেঙে ফেলতে পারবে কিন্তু ইতিহাস মুছে ফেলতে পারবে না।

এর জবাবে বাংলাদেশি সাংবাদিক ও লেখক খালেদ মুহিউদ্দীন বলেন, "জ্বি আপা, আমরাও মনে রাখবো অনেক ইতিহাস, গত ১৫ বছরের। মনে রাখবো তিনটি কথিত নির্বাচনের কথা যেখানে ভোট ছাড়াই ১৫৪ জনের বিজয়ে আপনি চলে গিয়েছিলেন সরকারে।"

তিনি আরও বলেন, "যেখানে খুশিতে, ঠেলায় ভোট দেয়ার অভিনয় হয়েছে। যেখানে ভোটের বাক্স ভরে গেছে আগের রাতেই। যেখানে ভোট হয়েছে আমিতে আর ডামিতে।"

আবীর

×