
বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হলো বিএনপি। এমন মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ।গত রোববার (৬ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের গোপালপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান।”
গোপালপুরের সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা এই গোপালপুরের, টাঙ্গাইলের মধ্যে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছেন। বাস্তবতা এটাই। কিন্তু আপনারাই যদি কোনো অনুপ্রবেশকারীদেরকে সাথে নিয়ে ঘুরেন, এর দায় কে নিবে বলেন? কাজেই আপনাদেরকে তৃণমূল পর্যায় থেকে সকলকেই সকলের জন্য খেয়াল রাখতে হবে, যাতে বেড়ায় ক্ষেত না খায়,সেই ব্যাপারে পাহারা দিতে হবে।”
তিনি আরো বলেন, “প্রিয় ভাইয়েরা, আমি বলতে চাই আপনাদের অনেক ত্যাগ রয়েছে। সেই ত্যাগ যেন হাইব্রিড এসে ধ্বংস না করে দিতে পারে। আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় বিদেশে রয়েছেন। আমাদের নেতা আজকে বিদেশের মাটিতে রয়েছেন।”
এ সময় তিনি আবারও জোর দিয়ে বলেন, “বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান।”
নির্বাচন প্রসঙ্গে বিএনপির অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, “অনেকে বলে, নির্বাচন শুধু বিএনপিই দাবি করে। আপনারা নির্বাচন চান না? যারা বলেন, এসে দেখা যান,সবাই নির্বাচন চায়। জনগণ নির্বাচন চায়। সেই জন্যই বিএনপি নির্বাচন দাবি করে। কারণ বিএনপি জনগণের দল।”
অনুষ্ঠানের একপর্যায়ে তিনি স্লোগান দেন, “স্বাধীনতার ঘোষক জিয়া, বাংলাদেশের অপর নাম-জিয়াউর রহমান।”
তিনি বলেন, “জিয়াউর রহমান বাংলাদেশের অপর নাম। গণতন্ত্রের অপর নাম।”
সূত্র:https://tinyurl.com/yck9ssy8
আফরোজা