
নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে বারবার অবৈধ সরকার বলছে ভারতের লোকজন। রাজনৈতিক, অর্থনৈতিক, ভৌগলিক পরিসরে এর কারণ রয়েছে একাধিক। জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, ‘ডিপ্লোম্যাসিতে একটা কথা ব্যবহার করা হয়, টেনশন ডিএস্কেলেট করা। আমাদের টেনশন ক্রমাগত বাড়ছিল। প্রধান কারণ ছিল ভারত। ভারতের সামনে আমরা যা করছি, আমাদের সরকার যা করছে সেটা তো ওদের সহ্য হয় না। এখন আমাদের ড. ইউনূস কি অকল্পনীয় কিছু করেছেন? উত্তর হচ্ছে, না। একটি স্বাধীন, সার্বভৌম সরকার প্রধানের যা যা করা দরকার উনি তাই করেছেন। কিন্তু ভারতের গত ১৫ বছরে একটা বদভ্যাস তৈরি হয়েছে, তার সামনে একটা চাকর থাকবে। বাংলাদেশ একটা কলনী। তার একজন প্রধান কার্যত কিভাবে থাকবেন কি করবেন সেটা ছিল তার দেখার বিষয়। এই সরকারকে বারবার ভারতের লোকজন অবৈধ সরকার বলছে।’
জাহেদ উর রহমান আরও বলেন, ‘ড. ইউনূসের সাথে দেখা করতে বাধ্য হয়েছেন নরেন্দ্র মোদি। বাংলাদেশের ক্রমাগত চাপে তিনি গেছেন। এতদিন তো শোনেননি। এখন শুনলেন।
মূলত ড. ইউনূসের চীন সফরের পরেই ভারতের মধ্যে একটা ভয় ঢুকলো। কারণ মোংলা পোর্টকে এখানে তাদের ইনভেস্টমেন্ট নিয়ে আসা হয়েছে। এখন আমি একটু স্মরণ করিয়ে দেই, শেখ হাসিনার সময় চীনের কাজ করার কথা ছিল। এটা সর্বশেষ নির্বাচনের পরে ভারতকে দেওয়া হয়েছিল। তিস্তা প্রজেক্টও ভারতকে দেওয়া হবে বলেছিলো।’
মুমু