
ছবি সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি অনেক আগেই এই সংস্কারের কথা বলেছে। তাই যারা বলেন সংস্কার করবেন তারা এই চিন্তা বাদ দিয়ে নির্বাচন পথে আসেন।
রোববার (৬ এপ্রিল) টাঙ্গাইলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘গত বছরের ১৭ আগস্ট সালাম পিন্টুকে ফাঁসি দিয়ে ২১ আগস্ট তারা উৎসব করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর রহমত থাকার কারণে তারা দিতে পারিনি। যারা পকেট ভরপুর করতে আওয়ামী লীগের কর্মীদের দলে অনুপ্রবেশ করাতে যাচ্ছেন, তারা সাবধান হয়ে যান। দলে কোনো প্রকার অনুপ্রবেশ করানো যাবে না।’
আশিক