ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

আন্তর্জাতিক বাজারে ড. ইউনূস সরকারের গ্রহণযোগ্যতা ব্যাপক: অধ্যাপক ড. মাহবুব উল্লাহ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭:২৩, ৭ এপ্রিল ২০২৫; আপডেট: ০৭:২৪, ৭ এপ্রিল ২০২৫

আন্তর্জাতিক বাজারে ড. ইউনূস সরকারের গ্রহণযোগ্যতা ব্যাপক: অধ্যাপক ড. মাহবুব উল্লাহ

অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। ছবিঃ সংগৃহীত

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতা ব্যাপক বলে আখ্যা দিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।

তিনি বলেছেন, ‘পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এটা একটা বড় সাফল্য, রোহিঙ্গার প্রশ্নে এটা একটা বড় সাফল্য। ধারণা করা হচ্ছে বেশ কিছু সংখ্যক রোহিঙ্গাকে আবার তাদের বাসস্থানে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তারপর জাতিসংঘ যেই রিপোর্ট টা দিয়েছে, এই সরকারের উপর আস্থা না থাকলে তো সেই রিপোর্ট দিতো না। বিশেষ করে গণহত্যার ব্যাপারে৷ কাজেই সব দিক বিবেচনা করে আমরা বলতে পারি, আন্তর্জাতিক মহলে অবশ্যই এই সরকারের গ্রহণযোগ্যতা ব্যাপক। দেশের ভেতরে কিছু সাফল্য না থাকলে আন্তর্জাতিক মহলে এই গ্রহণযোগ্যতা আসতো না। এ বিষয় খুব সোজা। সাড়ে পনেরো বছরে এই দাবিগুলো কোথায় ছিল?’’

তিনি আরও বলেন, ‘হাসিনা যখন ছিলেন তখন তারা রাস্তায় নামেননি কেন? এখন নবলব্ধ স্বাধীনতা। এখন প্রচুর কথা বলার, সমাবেশ করার, সিট ডাউন করার স্বাধীনতা দেওয়া হচ্ছে। ফলে এই সুযোগে সবাই ভাবছেন আমার দাবি দাওয়াটা আদায় করে নেই। এইটা একটা কারণ। এবং সরকারও এই ব্যাপারে একেবারে খর্বহস্ত হচ্ছে না। কারণ হলো, সরকার চায় না সাধারণ মানুষের দাবি দাওয়ার প্রশ্নে একটা কঠোর অবস্থান গ্রহণ করা হোক। ঠিক এই অবস্থায় দেশটি আছে। তবে এর ফলে  নিসঃন্দেহে দেশের অর্থনীতি এবং দেশের ক্ষতি হচ্ছে। মানুষের যাতায়াত বিঘ্নিত হচ্ছে, সময় নষ্ট হচ্ছে।’

মুমু

×