ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৯ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি দিলো এনসিপি

প্রকাশিত: ০০:৫৫, ৭ এপ্রিল ২০২৫

গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি দিলো এনসিপি

ছবি: সংগৃহীত

গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং ভারতের ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে সোমবার (৭ এপ্রিল) বিকাল ৪টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে। মিছিলটি বাংলামোটরস্থ এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে।

জাতীয় নাগরিক কমিটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, চলমান ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশের প্রথম কোনো রাজনৈতিক দল হিসেবে গত ১৯ মার্চ স্পষ্ট অবস্থান নেয় এনসিপি। তবে দলটির কোনো অফিশিয়াল ফেসবুক পেজ না থাকায় অনেকেই বিভ্রান্তি ছড়াচ্ছেন যে এনসিপি এ বিষয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি— যা সঠিক নয়।

জাতীয় নাগরিক কমিটির বিবৃতিতে আরও বলা হয়, “ইজরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে এনসিপি যে বলিষ্ঠ ভূমিকা নিয়েছে, তা প্রশংসার দাবিদার। আমরা বিশ্বাস করি, বিশ্বের যেকোনো প্রান্তে নাগরিক অধিকারের প্রশ্নে এনসিপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।”

এম.কে.

×