ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৯ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

জাতীয় পার্টির সবচেয়ে বড় ক্ষতি করেছিল আওয়ামী লীগ: জি এম কাদের

প্রকাশিত: ২২:৩২, ৬ এপ্রিল ২০২৫

জাতীয় পার্টির সবচেয়ে বড় ক্ষতি করেছিল আওয়ামী লীগ: জি এম কাদের

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দাবি করেছেন, আওয়ামী লীগ জাতীয় পার্টির সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়েছে। তিনি বলেন, রাজনীতির জন্য দুটি বিষয়ে ভারসাম্য থাকা জরুরি— একটি সংগঠন, অন্যটি রাজনীতি। কিন্তু আওয়ামী লীগ এই দুই ক্ষেত্রেই হস্তক্ষেপ করেছে, যার ফলে জাতীয় পার্টিকে বারবার সমঝোতার মাধ্যমে টিকে থাকতে হয়েছে।

জি এম কাদের বলেন, "রাজনীতি বাঁচাতে আমাদের সংগঠনের সঙ্গে কম্প্রোমাইজ করতে হয়েছে, আবার সংগঠন টিকিয়ে রাখতে রাজনীতির সঙ্গে ছাড় দিতে হয়েছে। এতে করে আমাদের অস্তিত্বই চ্যালেঞ্জের মুখে পড়েছে।"

তিনি উল্লেখ করেন, ১৯৯১ সালের পর থেকে জাতীয় পার্টিকে বারবার আঘাতের মুখে পড়তে হয়েছে। শুরুতে বিএনপি দলটির কাঠামো ধ্বংসের চেষ্টা চালিয়েছিল, তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছিল। এমনকি একটি লাইসেন্সকৃত রিভলভার জমা দেওয়া সত্ত্বেও তাঁকে ১০ বছরের সাজা দেওয়া হয় এবং পরে আরও একটি মামলায় তাঁকে আজীবন সাজা দেওয়ার প্রক্রিয়া চলতে থাকে।

জি এম কাদের আরও বলেন, “আমাদের পার্টি অফিস খুলতে দেওয়া হয়নি, সভা-সমাবেশে ১৪৪ ধারা জারি করা হয়েছে, নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। এসবই ছিল আমাদের সংগঠনকে ধ্বংস করার পরিকল্পিত প্রচেষ্টা।”

তবে তিনি বলেন, সেই সময়ে জাতীয় পার্টির রাজনীতি ঠিক ছিল, তাই তারা সেই সংকট মোকাবিলা করতে পেরেছিল। বিএনপি তখন তাদের রাজনীতিতে হস্তক্ষেপ করেনি, ফলে কর্মীরা রাজনৈতিক চেতনা নিয়ে সক্রিয় থাকতে পেরেছিল।

তবে পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় এলে পরিস্থিতি পাল্টে যায়। ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি উভয়ই প্রথমে নির্বাচন বর্জন করলেও, পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে জাতীয় পার্টিকে আবারো দুর্বল করার অপচেষ্টা চালায়।

জি এম কাদের বলেন, “আওয়ামী লীগ শুধু সংগঠনের উপরই নয়, রাজনীতির উপরও হস্তক্ষেপ করেছে। তারা এমন পরিস্থিতি সৃষ্টি করেছে যাতে সংগঠন রাখতে চাইলে রাজনীতিতে ছাড় দিতে হয়, আর রাজনীতি করতে চাইলে সংগঠন ক্ষতিগ্রস্ত হয়। এই দ্বিমুখী কৌশলের মাধ্যমে আমাদের দলকে রাজনীতি শূন্য করে তোলার পরিকল্পনা ছিল।”

তিনি দাবি করেন, আওয়ামী লীগের এই নীতির কারণে জাতীয় পার্টিকে বারবার রাজনৈতিক ও সাংগঠনিকভাবে সমঝোতা করতে হয়েছে, যা দলটির দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হয়েছে।

ভিডিও দেখুন: https://youtu.be/16uvfAOubJI?si=b3Oy5MHYj2xjvkh5

এম.কে.

×