ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৯ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

গাজা ও রাফায় গণহত্যার প্রতিবাদ

দেশজুড়ে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: ২২:১৮, ৬ এপ্রিল ২০২৫; আপডেট: ২২:৩৫, ৬ এপ্রিল ২০২৫

দেশজুড়ে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

ছবি: সংগৃহীত।

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর নির্মম গণহত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শহীদ ও আহত ফিলিস্তিনিদের প্রতি গভীর সহমর্মতা জানিয়ে সংগঠনটি আগামীকাল ৭ এপ্রিল বিশ্বব্যাপী পালন হতে যাওয়া ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছে। একইসঙ্গে আগামী ৮ এপ্রিল সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদল জানায়, গাজা ও রাফায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় হাজার হাজার নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছে। শিশু, নারী ও বৃদ্ধদেরও ছাড় দিচ্ছে না অবৈধ দখলদার সেনারা। গাজা যেন এখন এক মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে গাজার নাম মুছে ফেলতে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এই মানবতাবিরোধী অপরাধকে আরও ভয়াবহ করে তুলছে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক যৌথ বিবৃতিতে বলেন, "ইসরায়েলের এ ভয়াবহ বর্বরতার নিন্দা ভাষায় প্রকাশ করার মতো নয়। অথচ বিশ্ব এখনও নির্লিপ্ত। এই নিরবতা আরও অমানবিক।"

এই পরিস্থিতিতে ছাত্রদল ৮ এপ্রিল মঙ্গলবার দেশব্যাপী সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করবে। দুপুর ১২টায় প্রতিটি শহরের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মিছিল বের হয়ে শহরের কেন্দ্রস্থলে একত্রিত হয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

উক্ত কর্মসূচিতে অংশ নিতে দেশের ছাত্রসমাজসহ সকল সচেতন নাগরিককে আহ্বান জানিয়েছেন ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক।

সায়মা ইসলাম

×