
ছবি: সংগৃহীত।
পুরান ঢাকার বিভিন্ন এলাকায় অনুমতি ছাড়াই ঈদ ও বৈশাখ উপলক্ষে বসানো মেলা বন্ধ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। নগরের খেলার মাঠ, পার্ক ও রাস্তার জায়গা দখল করে চলা এসব মেলা জনদুর্ভোগ সৃষ্টি করছিল। গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও ফেসবুকে সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেনের স্ট্যাটাসের পর ডিএসসিসি ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মেলাগুলো বন্ধ করে দেয়।
জানা গেছে, ধূপখোলা মাঠ, নারিন্দার বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা মাঠ, ইংলিশ রোডের মালিটোলা পার্ক এবং ধোলাইখালের একটি প্রধান সড়কের এক পাশে ঈদের দিন থেকে ব্যবসায়ীরা মেলা বসিয়ে আসছিলেন। এসব আয়োজনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো অনুমতি নেওয়া হয়নি।
শনিবার (৫ এপ্রিল) নিজের ফেসবুক পেজে ইশরাক হোসেন লিখেন, “কার অনুমতি নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে তা সরকারের কাছে জানতে চাই। এভাবে খেলার মাঠ ও খোলা পার্ক দখলকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না, কার স্বার্থে?” তিনি আরও লেখেন, “দেশে ফিরে জনগণকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। এক ইঞ্চি বেদখল হয়ে যাওয়া খোলা জায়গা, রাস্তা, ফুটপাথ ছেড়ে দেয়া হবে না।”
রবিবার (৬ এপ্রিল) ইশরাকের স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে মেলা বন্ধ করে দেয় পুলিশ। পুলিশ জানায়, এসব মেলার আয়োজকদের কোনো ধরনের অনুমতি ছিল না, তাই মেলাগুলো বন্ধ করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি বিভাগের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ঈদের আগে বেশ কয়েকটি মেলার জন্য আবেদন এলেও মাঠ ও পার্কে মেলা না বসানোর নীতিগত সিদ্ধান্ত থাকায় কোনো অনুমতি দেওয়া হয়নি। তারা বিষয়টি পুলিশকে জানিয়ে দেখভালের অনুরোধ করেছিলেন, কিন্তু এরপরও কিছু মেলা ঠেকানো যায়নি।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, জনস্বার্থ রক্ষায় এই সিদ্ধান্ত ছিল সময়োপযোগী ও প্রশংসনীয়।
সায়মা ইসলাম