
ছবি: সংগৃহীত।
বাংলাদেশ জামায়াত ইসলামী ফরিদপুর অঞ্চল টিম সদস্য ও মাদারীপুর-২ আসনের এম.পি প্রার্থী মাওলানা আবদুস সোবহান খান বলেছেন, জামায়াত ইসলামী একটি মানবিক এবং কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়, যেখানে কোন হানাহানি, কোন পাড়াপাড়ি, কোন বিদ্বেষ, হিংসা, মারামারি, লুট, গুম, খুন এসব থাকবে না।
রবিবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়ন জামায়াত ইসলামী’র আয়োজনে পেয়ারপুর পশ্চিম কুমারখালী এলাকায় জামায়াত ইসলামী’র গণসংযোগ উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, "আমরা আশা করছি আগামী নির্বাচন সুন্দর, ফেয়ার এবং অংশগ্রহণমূলক হবে। এজন্য জামায়াত ইসলামী তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। আপনাদের মাদারীপুর-২ আসনে আমার নাম ঘোষণা করা হয়েছে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন এবং মানুষের কল্যাণে কাজ করার জন্য তৌফিক দান করেন।"
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়ারপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা মুফতি ফরিদউদ্দীনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোকলেছুর রহমান, মাদারীপুর সদর উপজেলা আমির মাওলানা হুমায়ুন কবির, সেক্রেটারি মাওলানা মনিরুজ্জামান, পৌর আমির আলমগীর হোসেন, ঘাটমাঝি ইউনিয়ন আমির সেরজাউল খানসহ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
সায়মা ইসলাম