
নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন
কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর প্রথমে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করেছে।
রবিবার দুপুরে ফতুল্লা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি’র নেতাকর্মীদের সঙ্গে ফতুল্লা ইউনিয়ন এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, ২০১৪, ২০১৮, ২০২৪ সালের নির্বাচনে জনগণকে ভোটের অধিকার প্রয়োগ করতে দেয়নি। দিনের ভোট রাতে করেছে, ভোটার বিহীন ভোট হয়েছে, 'আমি-তুমির' ডামি নির্বাচন হয়েছে। নিজেদের বিজয়ী নির্বাচিত করে অবৈধভাবে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করে এদেশের মানুষের উপর জুলুম, অত্যাচার এবং নির্যাতন করেছে। শুধু জুলুম, অত্যাচার ও নির্যাতনই করেনি, সাধারণ মানুষের বুকের উপর গুলি চালিয়েছে, গণহত্যা করেছে। এদেশের অর্থ সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করে দিয়ে দেশটিকে ধ্বংসের প্রান্তে নিয়ে গেছে।
তিনি আরও বলেন, সেদিন আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি-জামায়াতসহ সমমনা গণতান্ত্রিক দলগুলো এ অন্যায়ের বিরুদ্ধে। এ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কত মায়ের বুক খালি হয়েছে, কত বোন বিধবা হয়েছে, কত মানুষ পঙ্গু হয়েছে, কত মানুষ হাজার হাজার মামলার আসামী হয়েছে, কত মানুষ জেল-জুলুম নির্যাতন সহ্য করেছে। তার ইতিহাস আপনারা জানেন। এতো সত্ত্বেও সেদিন আমরা স্বৈরশাসকের রক্তচক্ষুকে ভয় পাইনি, অত্যাচার ও নির্যাতনকে ভয় পাইনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর জি. এম সাদরিল, ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বিএনপি নেতা মো. শাহজাহান সাদেক, মোস্তাক হোসেন, রুহুল আমিন দিপু, মো. সাইফুল ইসলাম ঢালী, মো. আমিন সুন্সী ও আসাদুজ্জামান প্রমুখ।
সায়মা ইসলাম