ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

নির্বাচনের কথা ফেসবুকে লিখলে সংঘবদ্ধ গালি শুরু হচ্ছে: ইশরাক

প্রকাশিত: ১৭:৩১, ৬ এপ্রিল ২০২৫; আপডেট: ১৭:৪৬, ৬ এপ্রিল ২০২৫

নির্বাচনের কথা ফেসবুকে লিখলে সংঘবদ্ধ গালি শুরু হচ্ছে: ইশরাক

ছবি: সংগৃহীত।

নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকার চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, নির্বাচনের কথা ফেসবুকে লিখলে সংঘবদ্ধ গা’লি শুরু হচ্ছে। কিন্তু নির্বাচন কেউ ঠেকাতে পারবে না।

রোববার (৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন বলেন, “নির্বাচন ছাড়া পাতানো খেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বছরের পর বছর ক্ষমতায় থাকতে চেয়েছেন। কিন্তু আমরা ২০১১ সাল থেকে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি।”

সমালোচকদের উদ্দেশে তিনি লেখেন, “নির্বাচনের প্রসঙ্গ তুললেই গালিবাজদের সক্রিয়তা বেড়ে যায়। তাদের বলতে চাই, আরও ১০ লাখ গালি দিলেও কিছু যায় আসে না। এ দেশে ভোটারের সংখ্যা সাড়ে বারো কোটির বেশি।”

তিনি আরও বলেন, “আমরা ফেসবুক ব্যবহার করেছি সরকারের নিয়ন্ত্রিত মিডিয়ার বাইরে প্রচারের মাধ্যম হিসেবে। যারা সমালোচনার ভাষায় গালি দিচ্ছেন, তাদের পরামর্শ—গালি দেওয়ার পাশাপাশি অন্তত ভোটার সংগ্রহ করুন।”

ইশরাক হোসেন লিখেন, “শেখ হাসিনার মতো হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ নেই। আমি আবারও বলছি, এই বছর নির্বাচন হতেই হবে। আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা গণতান্ত্রিক লড়াইয়ের মাধ্যমেই আদায় করব, ইনশাআল্লাহ।”

তিনি আরও জানান, “ভোটের মাধ্যমে জনগণ যাদের দায়িত্ব দেবে, আমরা তাদের মেনে নিয়ে সহযোগিতা করব। আগাম আরও দুই লাখ গালির জন্য ধন্যবাদ, তবে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না।”
 

সায়মা ইসলাম

×