ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

তৃণমূল পর্যায়ে সংগঠন মজবুত করতে হবে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭:২০, ৬ এপ্রিল ২০২৫; আপডেট: ১৭:২৭, ৬ এপ্রিল ২০২৫

তৃণমূল পর্যায়ে সংগঠন মজবুত করতে হবে

মাওলানা আব্দুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, আগামী নির্বাচনের পূর্বে দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সবার সাথে সম্পর্ক রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনের কাজ বৃদ্ধি করে সংগঠনকে মজবুত করতে হবে। জনকল্যাণমূলক কাজে বেশি বেশি সম্পৃক্ত হতে হবে। সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়াতে হবে। 

রবিবার (৬ এপ্রিল) পঞ্চগড় জেলা জামায়াত আয়োজিত জেলা আমীর মাওলানা ইকবাল হোসাইনের সভাপতিত্বে এক বিশেষ দায়িত্বশীল বৈঠকে মাওলানা আবদুল হালিম এসব কথা বলেন। দায়িত্বশীল বৈঠকে জেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ, জেলা মহিলা বিভাগের সেক্রেটারি, উপজেলা আমীর ও সেক্রেটারি, জেলা শ্রমিক কল্যাণের সভাপতি ও সেক্রেটারি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ও সেক্রেটারি অংশগ্রহণ করেন।

মাওলানা আবদুল হালিম আরও বলেন, শহীদ নেতৃবৃন্দের শাহাদাত এবং প্রায় পাঁচশত নেতা-কর্মীর শাহাদাতকে আল্লাহ কবুল করে আমাদের জন্য ৫ আগস্ট দেশের পরিবর্তন এনে দিয়েছেন। অনেক মানুষের ত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিষ্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি। এখন ফ্যাসিস্ট বিরোধী সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে একদল দেশপ্রেমিক, সৎ ও যোগ্য লোক তৈরি করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শুরু থেকে এ কাজটিই করে যাচ্ছে। দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীকে সার্বিক সহযোগিতা করার জন্য তিনি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। 
 

ইস্রাফিল/শহীদ

×