ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

আলেম-ওলামারা কোনো দলের জন্য ভোট চাইতে পারবে না: পাপিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:০০, ৬ এপ্রিল ২০২৫

আলেম-ওলামারা কোনো দলের জন্য ভোট চাইতে পারবে না: পাপিয়া

ছবিঃ সংগৃহীত

একজন জুম্মা মসজিদের ইমামের দায়িত্ব মুসলমানদের নামাজ পড়ানো। কোনো ব্যক্তির বা দলের জন্য ভোট চাওয়া তাদের দায়িত্ব নয়। বলেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। 

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর যেখানেই মিটিং হোক সারা বাংলাদেশের মাদ্রাসার শিক্ষার্থীদেরকে তারা হাজির করছে। চাঁপাইনবাবগঞ্জের অনেক জুম্মা মসজিদে একজন বিশেষ ব্যক্তির জন্য ভোট চাচ্ছেন ইমাম সাহেবরা। লজ্জা শরম, অতীতের ইতিহাস একটু স্মরণ করতে হবে। কোনো জুম্মা মসজিদের ইমাম যদি কোনো বিশেষ দলের ভোট চায়, বিশেষ দলের কথা বলে, তার নেতৃত্বে নামাজ হবে কিনা আলেম-ওলামাদের সাথে আলাপ করে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে।’

জাতীয় নির্বাচনের আগে সংস্কারের দাবি নিয়ে পাপিয়া বলেন, ‘আজকে সংস্কার সংস্কার বলে চিৎকার দিচ্ছেন, আমরাও সংস্কার চাই। বাংলাদেশের কোনো ইমাম, বাংলাদেশের কোনো ওলামা, বাংলাদেশের কোনো আলেম, বাংলাদেশের ক্রান্তিকালে জনগণের স্বপক্ষে থাকতে পারবে। কিন্তু কোনো বিশেষ দলের মোনাজাত, বিশেষ ব্যক্তির ভোট, বিশেষ দলের মিটিংয়ে উপস্থিত হতে পারবে না। এই সংস্কারটি আমরাও চাই।’ 

×