ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

আগস্টের বন্যা দেখেও যাদের শিক্ষা হয়নি তাদেরকে কোনো ক্ষমা নয়- রাশেদ

প্রকাশিত: ০১:১৭, ৬ এপ্রিল ২০২৫

আগস্টের বন্যা দেখেও যাদের শিক্ষা হয়নি তাদেরকে কোনো ক্ষমা নয়- রাশেদ

ছবি: সংগৃহীত

শনিবার (৫ এপ্রিল) রাত ৯টা ৩০ মিনিটে কুমিল্লার গোমতির পাড়ে মাটিখেকোদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা মহানগর শাখা। এই অভিযানে জব্দ করা হয়েছে দুইটি বেকু, দুইটি ট্রাক্টর ও তিনটি ড্রাম ট্রাক।

অভিযান চলাকালীন মাটিখেকোদের একাধিক আক্রমণে মহানগর কমিটির সংঘটক প্রান্তিক মোদাকসহ কয়েকজন ছাত্র আহত হন।

খবর পাওয়ার পরপরই সেনাবাহিনীর একটি বহর ঘটনাস্থলে পৌঁছে দোষীদের সনাক্ত করে পুলিশের কাছে সোপর্দ করে। এ বিষয়ে কুমিল্লা মহানগরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব রাশেদ বলেন, "এই দেশে একটি ৫ই আগস্ট ঘটার পরেও মাটিখেকোদের দৌরাত্ম্য কমেনি। আমরা দেখেছি আগস্টের বন্যায় কী পরিমাণ দুর্ভোগ আমাদের পোহাতে হয়েছে। আজকের মতো অভিযান যেন নিয়মিত হয়, আমরা প্রশাসনের সদিচ্ছা ও সুশাসন দেখতে চাই।"

এছাড়া গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংগঠক নুর হাসান বলেন, "এই গোমতিকে রক্ষা করতে হলে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। মাটিখেকোদের জায়গা কুমিল্লায় হবে না।"

প্রসঙ্গত, শুক্রবার (৪ এপ্রিল) বৈষম্য বিরোধী আন্দোলন মহানগর কমিটির সংগঠক ইনজামুল হক রানার উপর একদল মাটিখেকো হামলা চালায়। তারই পরিপ্রেক্ষিতে ছাত্র-জনতা একত্রিত হয়ে আজকের এই অভিযান পরিচালনা করে।

আসিফ

×