
ছবি: সংগৃহীত
দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ।
তিনি বলেন, "শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন—এটি দেশের ৮০ শতাংশ সংস্কারের প্রতীক। এমনকি তার ঘনিষ্ঠরাও পালিয়ে গেছেন। এখন বাকি ২০ শতাংশ কাজ হচ্ছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কার করা, যা একটি নির্বাচিত সরকারের কাজ।"
শনিবার (৫ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে সদর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ‘নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ চাই’ স্লোগানে ঈদ পুনর্মিলনী ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের প্রতি কড়া সমালোচনা করে হারুনুর রশীদ বলেন, “সারা দেশে লুটপাট ও দখলদারিতে লিপ্ত রয়েছে জামায়াত, অথচ দোষ গিয়ে পড়ছে বিএনপির ঘাড়ে। চাঁপাইনবাবগঞ্জে ড. মিজানুর রহমান আজাহারির তাফসির মাহফিলে সভাপতি ও প্রধান অতিথি হিসেবে জামায়াত নেতারা উপস্থিত ছিলেন। তাফসিরকে ধর্মীয় ব্যাখ্যার ক্ষেত্রেই সীমাবদ্ধ রাখা উচিত।”
আসিফ