ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

তিনিই বিশ্বাস করতে পারছেন না যে আ. লীগের কোনো নেতা ৫ জনকে একত্র করতে পারে: নবনীতা চৌধুরী

প্রকাশিত: ০০:২৬, ৬ এপ্রিল ২০২৫; আপডেট: ০০:২৭, ৬ এপ্রিল ২০২৫

তিনিই বিশ্বাস করতে পারছেন না যে আ. লীগের কোনো নেতা ৫ জনকে একত্র করতে পারে: নবনীতা চৌধুরী

ছবি: সংগৃহীত।

আওয়ামী লীগের নেতাকর্মীদের সাংগঠনিক দুর্বলতা এবং নেতৃত্বহীনতার বিষয়ে মন্তব্য করেছেন সাংবাদিক নবনীতা চৌধুরী। তিনি বলেছেন, “স্বয়ং শেখ হাসিনা-ই বিশ্বাস করতে পারছেন না যে আওয়ামী লীগের কোনো নেতা পাঁচজন কর্মীকেও একত্র করতে পারে।”

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল নবনীতার বয়ান-এ “আওয়ামী লীগ নেতারা কোথায়?” শিরোনামের এক পর্বে (১৩ মিনিট ১৩ সেকেন্ড দৈর্ঘ্যের এপিসোডে) তিনি এ মন্তব্য করেন।

নবনীতা চৌধুরী বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, কিন্তু তাঁকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। অডিও বার্তাতেই সবকিছু সীমাবদ্ধ রয়েছে।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনা যখন কথা বলছেন, তখন ক্রমাগত স্পষ্ট হচ্ছে যে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা দেশে থাকলেও তাদের সঙ্গে কেন্দ্রীয় বা অন্য স্তরের নেতাদের তেমন কোনো যোগাযোগ নেই। জেলা, উপজেলা কিংবা প্রেসিডিয়াম পর্যায়ের নেতাদের কাউকে দলীয় নেতাকর্মীদের পাশে গিয়ে দাঁড়াতে দেখা যাচ্ছে না। গত আট মাসজুড়ে এই অচলাবস্থা অব্যাহত রয়েছে।”

সম্প্রতি ফাঁস হওয়া অডিও বার্তাগুলোর একটিতে শেখ হাসিনার ক্ষোভও উঠে এসেছে উল্লেখ করে নবনীতা বলেন, “ভোলার একজন নেতা শেখ হাসিনাকে বলছেন, ‘আপা, যেদিন আপনি বলবেন, সেদিনই আমি কয়েক লাখ কর্মী নিয়ে ঢাকায় চলে আসব।’ জবাবে শেখ হাসিনা তাঁকে বলেন, ‘তুমি পাঁচজনকেও একত্র করতে পারছ না, লাখ লাখ লোকের কথা বলো না।’ শেখ হাসিনার এই কথাতেই স্পষ্ট হয়ে যায় যে তিনিও বিশ্বাস করছেন না আওয়ামী লীগের কোনো নেতা পাঁচজন কর্মীকেও একত্র করতে সক্ষম।”

সূত্র: https://www.youtube.com/watch?v=0GtGRZinGtA

সায়মা ইসলাম

×