ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

আমি তো মনে করি ড. ইউনূস একজন গ্লোবাল অ্যাসেট: আন্দালিব রহমান পার্থ

প্রকাশিত: ২৩:১৮, ৫ এপ্রিল ২০২৫; আপডেট: ২৩:২৪, ৫ এপ্রিল ২০২৫

আমি তো মনে করি ড. ইউনূস একজন গ্লোবাল অ্যাসেট: আন্দালিব রহমান পার্থ

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, “ড. মুহাম্মদ ইউনূস একজন গ্লোবাল অ্যাসেট। পৃথিবীর যেসব গ্লোবাল পারসনালিটি রয়েছেন, তাদের মধ্যে তিনি অন্যতম তাৎপর্যপূর্ণ ব্যক্তিত্ব।”

শনিবার (৫ এপ্রিল) দুপুরে ভোলায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিজেপির প্রতিষ্ঠাতা ও সাবেক ঢাকা সিটির মেয়র মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৭তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে নিজ নির্বাচনী এলাকা ভোলায় আসেন পার্থ। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

ব্যারিস্টার পার্থ বলেন, “ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার একটি গণ-অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া বিপ্লবী সরকার। যদিও এটি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত নয়, তারপরও এটি জনগণের সরকারের প্রতিনিধিত্ব করছে। এই সরকার ব্যর্থ হোক—এটা আমরা চাই না। বরং, শুরু থেকেই আমরা বলেছি—সরকারের প্রয়োজন সংস্কার। তবে বড় ধরনের রাজনৈতিক সংস্কার জনগণের প্রতিনিধিদের মাধ্যমেই হওয়া উচিত। আমরা সেই ধারাতেই ড. ইউনূসকে সহযোগিতা করে যাচ্ছি এবং তার পাশে রয়েছি।”

তিনি আরও বলেন, “ড. ইউনূস বারবার বলেছেন, নির্বাচন ডিসেম্বর কিংবা ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হতে পারে—যদি বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতৈক্যে পৌঁছানো যায়। আমি বিশ্বাস করতে চাই নির্বাচন ডিসেম্বরেই হবে এবং প্রয়োজনীয় সংস্কারও সম্পন্ন হবে। আর যেগুলো সম্ভব হবে না, সেগুলো ভবিষ্যতের জনগণের সরকার বাস্তবায়ন করবে।”

সায়মা ইসলাম

×