
ছবি সংগৃহীত
চট্টগ্রামের ফটিকছড়িতে সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি, খুন, দখলবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। শনিবার (৫ এপ্রিল) ফটিকছড়ি উপজেলা সদর বিবিরহাটে দলীয় কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সরওয়ার আলমগীর অভিযোগ করে বলেন, “বিএনপির নাম ব্যবহার করে কিছু অনুপ্রবেশকারী এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, খুনসহ একাধিক হত্যাকাণ্ডে জড়িত। এতে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার না করায় অপরাধের প্রবণতা বাড়ছে।”
তিনি আরো বলেন, “ফটিকছড়ির বিভিন্ন খালে অবৈধ বালু উত্তোলন, বন থেকে কাঠ পাচার ও কৃষিজমির উপরের মাটি কেটে ফেলার মতো কর্মকাণ্ড চলছে প্রশাসনের নীরবতার সুযোগে। প্রশাসনের এমন ভূমিকা প্রশ্নবিদ্ধ।”
তিনি প্রশাসনের কাছে দাবি জানান, যেকোনো মূল্যে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “জনগণ শিগগিরই এসব অনৈতিক কর্মকাণ্ডের জবাব দেবে।”
সরওয়ার আলমগীর বলেন, “বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া একটি আদর্শিক দল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, বিএনপিতে কোনো ধরনের চাঁদাবাজ বা অপরাধীর স্থান হবে না।”
তিনি দাবি করেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলেও তার সহযোগীরা এখনো প্রশাসনের আশপাশে ঘোরাঘুরি করছে। তাদেরও বিচারের আওতায় আনতে হবে।” অতীতে যেসব রাজনৈতিক চক্রান্ত হয়েছে, তার পুনরাবৃত্তির আশঙ্কা করেও সতর্ক করেন তিনি।
তিনি বলেন, “অপরাধ দমনে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, তাহের সিদ্দিকী, মহিউদ্দিন আজম তালুকদার প্রমুখ।
আশিক