ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

সাক্ষাৎকারে সালাহউদ্দিন আহমেদ

দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে আন্দোলনে নামার পরিকল্পনা করছে বিএনপি

প্রকাশিত: ২১:৩১, ৫ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:৪১, ৫ এপ্রিল ২০২৫

দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে আন্দোলনে নামার পরিকল্পনা করছে বিএনপি

ছবি: সংগৃহীত।

জাতীয় নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে জানতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে। বিএনপির প্রত্যাশা, জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে সরকার দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে। অন্যথায়, দলটি আন্দোলনে নামার পরিকল্পনা করছে।

শনিবার (০৫ এপ্রিল) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বেসরকারী টেলিভিশন চ্যানেলে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টাকে আমরা বলব যে যে বিষয়গুলো নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, তা পরিষ্কার করতে হবে। কারণ আমরা জাতির মধ্যে একটি অস্থির ভাব লক্ষ্য করছি,  একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার ষড়যন্ত্রও অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন, “যদি এ বিষয়ে কোনো বিলম্ব হয় তাহলে সমস্যা নিরসন করতে আমরা আমাদের বক্তব্য নিয়ে জনগণের সামনে হাজির হবো। এটিকে আপনি আন্দোলনও বলতে পারেন। গণতান্ত্রিক নীতির ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপ হিসেবে জনগণের সামনে যাবো।”

সূত্র: https://www.facebook.com/watch/?v=1013664980209128&rdid=1Gj3kVMjzjADgWB8

সায়মা ইসলাম

×