
ছবি: জনকণ্ঠ
বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, “অন্তর্বর্তীকালীন সরকার শুধু সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির জন্য প্রয়োজনীয় সংস্কার করবে। বাকী সংস্কার নির্বাচিত সরকারই করবে। আমরা একটি স্বৈরাচার পতনের পর আরেকটি স্বৈরাচারের উত্থান দেখতে চাই না।”
শনিবার (৫ এপ্রিল) বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের ছাতিয়ান ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুধল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন।
অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এম.কে.