
কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “পারিবারিকভাবে যেন আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করি। পরিবারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলে সমাজে ও দলে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সহজ হবে। আর সেখান থেকেই দেশের গণতন্ত্র সুসংহত হবে।”
শনিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর জি. এম. সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, সহ-সভাপতি মো. রওশন আলী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গিয়াসউদ্দিন বলেন, “বিএনপি ক্ষমতায় থাকুক কিংবা না থাকুক— দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের যে দল দিয়ে গেছেন, তা শুধু রাজনৈতিক দল নয়, এটি একটি আদর্শ। আমাদের লক্ষ্য হচ্ছে কল্যাণকামী, উৎপাদনমুখী এবং উন্নয়নমূলক রাষ্ট্র গঠন।”
তিনি আরও বলেন, “বিএনপি দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দল। বিগত দিনে আন্দোলন-সংগ্রামে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই দেশের মানুষের সবচেয়ে বেশি প্রত্যাশা বিএনপির কাছেই।”
নুসরাত