
ছবি: সংগৃহীত।
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, "আগের যেকোনো সময়ের তুলনায় এখন বাংলাদেশ জাতীয় পার্টি অনেক বেশি সংগঠিত ও শক্তিশালী।" তিনি জানিয়েছেন, আগামী জুন মাস থেকে আসনভিত্তিক আলোচনা ও প্রস্তুতি শুরু হবে।
শনিবার (৫ এপ্রিল) দুপুরে ভোলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি ঢাকা সিটির সাবেক মেয়র এবং তার পিতা মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে নিজ নির্বাচনী এলাকা ভোলায় আসেন।
এ সময় তিনি আরও বলেন, "ইউনুস সাহেবের সরকার একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। যদিও এটি জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়, তবুও এটি জনগণের সরকার। আমরা প্রথম দিন থেকেই এই সরকারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছি। আমরা বরাবরই বলেছি, দেশের জন্য বড় ধরনের সংস্কারের প্রয়োজন। তবে বড় সংস্কারগুলো জনগণের প্রতিনিধির মাধ্যমেই করতে হবে, এবং আমরা সেই দৃষ্টিভঙ্গিতে ইউনুস সাহেবকে সহযোগিতা করে যাচ্ছি।"
এছাড়া পার্থ বলেন, "ইউনুস সাহেব বারবার বলেছেন, নির্বাচন ডিসেম্বর কিংবা ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হতে পারে, যদি বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে একমত হওয়া যায়। আমি বিশ্বাস করি, নির্বাচন ডিসেম্বর মাসেই হবে এবং প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হবে। যেগুলো সম্ভব হবে না, সেগুলো ভবিষ্যতের নির্বাচিত সরকার করবে।"
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সায়মা ইসলাম