
ছবি: সংগৃহীত
নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ একসঙ্গে অংশগ্রহণ করে। শনিবার (০৫ এপ্রিল) বেলা ১১ টায় নওগাঁ সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে এই আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত হয়। মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামিনুর রহমান শামীম।
নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মনোয়ার হোসেন রাঙ্গার সঞ্চালনায় এবং কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক জুনায়েদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মামুনুর রহমান রিপন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম টুকু, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুবেল হোসেন, সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জি.এস ফরিদ এবং নওগাঁ সরকারি কলেজের সাবেক ভিপি জহুরুল হক খোকন উপস্থিত থেকে বক্তব্য রাখেন।এছাড়াও উপস্থিত বর্তমান ও সাবেক ছাত্রদল নেতারা উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এসময় বক্তারা ছাত্রদলের ঐক্য, সাংগঠনিক শক্তি এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন এবং সকলকে ঈদের শুভেচ্ছা জানান।
কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, শামিনুর রহমান শামীম বলেন, “ছাত্রদল হচ্ছে জাতীয়তাবাদের সূতিকাগার। এখান থেকেই ভবিষ্যতের নেতৃত্ব গড়ে উঠে। ঈদের পুনর্মিলনীর মতো শুভদিনে সকল প্রজন্মের নেতাদের একত্র হওয়া প্রমাণ করে ছাত্রদল কতটা ঐক্যবদ্ধ ও শক্তিশালী।”
নওগাঁ জেলা বিএনপির আহবায়ক,আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, “আজকের ছাত্ররাই আগামী দিনের রাজনীতিতে নেতৃত্ব দেবে। সংগঠনের প্রতি নিষ্ঠা, শৃঙ্খলা ও ত্যাগই ছাত্রদল কর্মীদের প্রধান গুণ হওয়া উচিত।”
সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ,বায়েজিদ হোসেন পলাশ বলেন, “ছাত্রদলকে কেবল ক্যাম্পাসে নয়, সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে হবে। শিক্ষার্থীদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দিন।”
এসময় অনুষ্ঠানে ছাত্রদলে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে আসা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আসিফ