ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

দীর্ঘদিন পর স্বাধীনভাবে ঈদ উদযাপন করতে পেরেছি: নীলফামারী জেলা আমীর

স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ১৯:৪৭, ৫ এপ্রিল ২০২৫

দীর্ঘদিন পর স্বাধীনভাবে ঈদ উদযাপন করতে পেরেছি: নীলফামারী জেলা আমীর

জামায়াতে ইসলামী কিশোরীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী

বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলা জামায়াত কার্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নীলফামারী জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াত সেক্রেটারি ফেরদৌস আলম এবং সভাপতিত্ব করেন উপজেলা আমীর মো. আব্দুর রশিদ শাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মো. সাদের হোসেন এবং সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, উপজেলা নায়েবে আমীর আকতারুজ্জামান বাদল প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে বিগত ১৭ বছর আমরা ঈদ পুনর্মিলনী তো দূরের কথা, দলীয়ভাবে একত্রিত হয়ে কোনো পরামর্শ সভাও করতে পারিনি। দীর্ঘদিন পর স্বাধীনভাবে ঈদ উদযাপন করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। জামায়াত সামনের দিকে অগ্রসর হবেই; আমাদের অগ্রযাত্রা কেউ থামিয়ে রাখতে পারবে না। এবার ঈদ অন্যান্যবারের তুলনায় ভালোভাবে কাটেছে, কারণ জামায়াত নেতারা এই দিনে কর্মীদের পাশে দাঁড়াতে পেরেছেন।”

তিনি আরও বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য নেতাদের নির্বাচিত করে সংসদে পাঠাতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি অভিযোগ করেন, “যেখানে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন মামলায় খালাস পেয়েছেন, সেখানে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এ টি এম আজহারুল ইসলাম এখনো কারাগারে বন্দি জীবন কাটাচ্ছেন। আমরা দ্রুত তার মুক্তি দাবি করছি।”

আলোচনায় তিনি ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গঠনে তাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “নতুন স্বাধীনতা আন্দোলনে আহতদের দ্রুত আরোগ্য কামনা করি এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করছি।”

সায়মা ইসলাম

×