
ছবি: সংগৃহীত।
সময়ের আলোচিত অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য বলেছেন, আগামীর সরকার তারাই গঠন করতে পারবে, যারা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের নিজেদের সঙ্গে রাখতে পারবে। শনিবার (৫ এপ্রিল) এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পিনাকী ভট্টাচার্য লিখেছেন, “জামায়াতে ইসলামির ভোট কতো? অনেকে বলেন ৩-৪%। ১৯৯১ সালে জামাতের ভোট ছিলো ১২% এর বেশী। সব ইসলামী দল মিলে তা ১৪% এর বেশী? আমার অনুমান এই ভোট এখন তিন গুনের বেশী। বিএনপির জ্বালাপোড়া এইখানেই। জামায়াতের সমস্যা তারা কনফিডেন্ট না। ওয়েস্ট মনে করতেছে জামায়াত আসলে তো হো মা সা। ইনফ্যাক্ট একটা লুজ কোয়ালিশন যদি হয় জামায়াত, এনসিপি আর অন্যান্য ইসলামপন্থী দলের, তাইলে কিন্তু আগামীকাল ইলেকশন হইলে বিএনপি খুবই শক্ত প্রতিদ্বন্দ্বিতায় পড়বে। সোশ্যাল মিডিয়া যদি এন্টি বিএনপি কোয়ালিশনের সাথে থাকে, আমি লিখে দিতে পারি বিএনপির কোন চান্স নাই ইলেকশনে জেতার। এইজন্যই বিএনপি সোশ্যাল মিডিয়ার উপরে বিলা।"
তিনি আরও বলেন, "আপনি মানেন বা না মানেন, সোশ্যাল মিডিয়া আজকের কিং মেকার। ভুল জায়গায় নাড়া দিয়েন না। এখনো সময় আছে।"
তার মতে, "আমার ট্রাঞ্জিশনাল সরকার ছাড়া বিএনপির সামনে আর কোন ভালো অপশন নাই। এইটা বিএনপি যতো তাড়াতাড়ি বুঝে ততো ভালো।"
সায়মা ইসলাম