ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

এক ইঞ্চি বেদখল হয়ে যাওয়া খোলা জায়গা, রাস্তা, ফুটপাত ছেড়ে দেয়া হবে না: ইশরাক

প্রকাশিত: ১৭:৫৭, ৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৮:০১, ৫ এপ্রিল ২০২৫

এক ইঞ্চি বেদখল হয়ে যাওয়া খোলা জায়গা, রাস্তা, ফুটপাত ছেড়ে দেয়া হবে না: ইশরাক

ছবি: সংগৃহীত।

তরুণ রাজনীতিক ও প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, “এক ইঞ্চি দখল হয়ে যাওয়া খোলা জায়গা, রাস্তা কিংবা ফুটপাতও ছেড়ে দেওয়া হবে না।” শনিবার বিকেলে নিজের ফেসবুক পেজে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ শেয়ার করে তিনি এ মন্তব্য করেন। উক্ত সংবাদে খেলার মাঠ, খোলা পার্ক দখল করে বিভিন্ন স্থানে মেলার আয়োজনের বিষয়টি তুলে ধরা হয়।

ইশরাক হোসেন বলেন, “কার অনুমতিতে এসব মেলার আয়োজন করা হয়েছে, তা আমরা সরকারের কাছে জানতে চাই। খেলার মাঠ ও খোলা পার্ক এভাবে দখল করা হচ্ছে, অথচ দখলকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না—এটা কার স্বার্থে?”

তিনি আরও জানান, “দেশে ফিরে জনগণকে সঙ্গে নিয়ে এসব অনিয়ম ও দখলের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। এক ইঞ্চি জায়গাও ছেড়ে দেওয়া হবে না। জনগণের সমর্থন ও সহযোগিতা চাই।”

সায়মা ইসলাম

×