ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

প্রথমবার গ্রেফতারের স্মৃতি জানালেন শফিকুল ইসলাম মাসুদ

প্রকাশিত: ১৭:২৯, ৫ এপ্রিল ২০২৫

প্রথমবার গ্রেফতারের স্মৃতি জানালেন শফিকুল ইসলাম মাসুদ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ সম্প্রতি তার প্রথমবার গ্রেপ্তারের স্মৃতি গণমাধ্যমকে জানালেন। তিনি বলেন, তিনজন ডিবির সদস্য আমাকে নিয়ে পিছনে হেন্ডকাপ বাধলো। চোখ বেধে দিল। চোখ বেধে আমাকে দুইটা প্রপোজাল দিল। বললো যে এখন যদি আমরা আপনাকে শ্যুট করি এটার নাম হবে বন্দুকযুদ্ধ। আর আপনাকে যদি ছাদ থেকে ফেলে দেই তাহলে হবে আপনি পালাতে গিয়ে ঝাঁপ দিয়ে মারা গেছেন। দুইটার মধ্যে কোনটা আপনার পছন্দ হয়? আমাকে অ্যারেস্ট করেছেন, আইনের কাছে নিবেন, থানায় নিবেন, মামলা দিবেন, জেলখানায় পাঠাবেন, রিমান্ড হবে, আপনি আগেই কী ভাবে আমাকে মেরে ফেলার ডিসিশন নিচ্ছেন!

শফিকুল ইসলাম মাসুদ বলেন, প্রথম যেদিন গ্রেপ্তার করলো সেই রাতে আমাকে তিনটার সময় ওই বিল্ডিং এর ছাদে উঠিয়ে তাদের প্রস্তাব হলো আপনি যদি এখন লাফ দিয়ে পড়েন তাহলে হবে আপনি পালাতে গিয়ে মারা গেছেন আর যদি আপনাকে এখন শ্যুট করি তাহলে আপনাকে আমরা বন্দুক যুদ্ধে মেরেছি। তখন আমি বললাম, দেখেন আপনারা যে দুেইটা পথ আমাকে বলছেনএ দুইটা পথের রেজাল্ট তো একই। সুতরাং সিদ্ধান্ত আপনারা নেন। বলে যে বুঝছি, খুব শক্ত মানুষ। আমি বললাম দেখেন, আমার পরিস্থিতি আপনার না বুঝারও কোনো কথা না। তো বলে যে এরে দিয়ে কাজ হবেনা। এরে দিয়ে আরও অনেক কাজ করাতে হবে। আমাকে নিয়ে এসে ডিবিতে রাখলো। ডিবিতে নিয়ে এসে আমাকে আলাদা করে ফেললো। 

তিনি আরও বলেন, ওইদিন রাতটাই আমার জন্য বড় একটা কঠিন রাত গিয়েছে। নেয়ার পর থেকেই তারা আমাকে অব্যাহত অত্যাচার করতে থাকলো। মানুষিক, শারীরিক। ঘুমাতে দিল না, পাঁচ মিনিট পরপর একজন যায়, গিয়ে জিজ্ঞেস করে আপনার বাপের নাম কী, গ্রামের বাড়ি কোথায়?  

 

ভিডিও লিংক: https://www.facebook.com/watch/?v=676262258129281&rdid=3pqTp7nQv1LrEhfz

শিহাব

×