ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

ফেসবুকে বিএনপি নেতা ড. খন্দকার মারুফ হোসেন

‘বিএনপি ও অঙ্গসংগঠনকে দায়ী করে মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল’

শামীম রায়হান, নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি

প্রকাশিত: ১৫:৪৪, ৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৫:৪৯, ৫ এপ্রিল ২০২৫

‘বিএনপি ও অঙ্গসংগঠনকে দায়ী করে মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল’

ছবি: সংগৃহীত

'কুমিল্লার দাউদকান্দিতে বিএনপি ও অঙ্গসংগঠনকে দায়ী করে মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল', অভিযোগ করে এসব মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

শনিবার (৫ এপ্রিল) দুপুর আড়াইটায় ড. খন্দকার মারুফ হোসেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে এমন অভিযোগ তুলে ধরেন। তিনি ফেসবুকে লিখেছেন, '২০২২ সালে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা দাউদকান্দির গৌরীপুরে চাঁদাবাজি করত: স্থানীয় বাসিন্দাদের বিবস্ত্র করার ঘটনা ঘটায়, যা ২০২২ সালেই ভিডিও আকারে প্রকাশ পায়।'

তিনি আরও লেখেন, 'অথচ, আওয়ামী প্রেতাত্মা ও কিছু স্বার্থান্বেষী মহল সেই ২০২২ সালের ঘটনাটির ভিডিওটি ব্যবহার করত: বিএনপি ও অঙ্গ সংগঠনকে দায়ী করে মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে।' এসব ঘটনাকে মিথ্যা অপপ্রচার আখ্যা দিয়ে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এছাড়া, ড. খন্দকার মারুফ হোসেন অপপ্রচার চালানো বন্ধ করার দাবি জানিয়ে বলেন, 'নতুবা দাউদকান্দি উপজেলা বিএনপি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে।'

শামীম রায়হান/রাকিব

×