
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম জানিয়েছেন, ‘‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো যেন সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক প্রার্থীদের মনোনয়ন দেওয়া যায়।’’
শুক্রবার (৪ এপ্রিল) বেলা আড়াইটার দিকে রংপুরের কেরামতিয়া মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘‘পূর্বে রাজনীতি ছিল টাকা দিয়ে মনোনয়ন কেনা এবং কারচুপি করে নির্বাচিত হওয়ার বিষয়। তবে এবারে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে এবং আমরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে চাই। এনসিপি দলের বয়স মাত্র এক মাস, তাই সারা দেশে প্রার্থী মনোনয়ন দেওয়ার পথে চ্যালেঞ্জ রয়েছে। তবে আমাদের লক্ষ্য ৩০০ আসনে প্রার্থী দেওয়ার এবং আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করছি।’’
তিনি আরও বলেন, ‘‘ইউরোপীয় ইউনিয়ন ২৮-২৯টি দেশ একসঙ্গে ফাংশন করছে, যার মধ্যে প্রতিটি দেশের মধ্যে আন্তঃদেশীয় এবং আন্তঃঅঞ্চলভিত্তিক সম্পর্ক থাকবে। তবে এই সম্পর্কগুলো সমতার ভিত্তিতে হওয়া উচিত। ভারত ও বাংলাদেশের সম্পর্কও পারস্পারিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে হতে হবে। গত এক যুগ ধরে আমরা ডমিনেন্স ফিল করছি, কিন্তু এই সম্পর্কের মধ্যে কোনও দেশ যদি কারও উপর আধিপত্য করার চেষ্টা করে, আমরা সেই অগ্রহণযোগ্য আচরণ মেনে নেবো না। বাংলাদেশ, ভারত, চীন, আমেরিকা এবং রাশিয়ার মতো দেশগুলোর মধ্যে সম্পর্ক পারস্পারিক শ্রদ্ধার ভিত্তিতে হতে হবে।’’
তিনি আরও বলেন, ‘‘আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই এবং এজন্য জনগণের কাছে ফিরে যেতে হবে। আজ থেকেই আমাদের সাংগঠনিক সফর শুরু হচ্ছে। আমরা জনগণের কাছ থেকে তাদের চাওয়া-পাওয়া শোনার চেষ্টা করবো এবং সেই অনুযায়ী তাদের ভোটে সংসদে প্রতিনিধিত্ব করতে চাই।’’
সারজিস আলম বলেন, ‘‘আমরা জুলাই-আগস্টের রক্তাক্ত দিনগুলো ভুলবো না। জনগণের চাওয়া অনুযায়ী নতুন বাংলাদেশ গড়তে কাজ করে যেতে পারলে জনগণ তাদের রায় দিয়ে আমাদের সংসদে পাঠাবে।’’
তিনি আরও বলেন, ‘‘যারা নতুন বাংলাদেশ চান এবং তরুণ নেতৃত্বে বিশ্বাস করেন, তাদের জন্য সৎ, যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে। ঈদ পরবর্তী সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা সব ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রয়েছি। এক মাসের মধ্যে দেশের সব জেলা এবং উপজেলায় সাংগঠনিক কার্যক্রম শুরু হবে। আমাদের দেশে অনেক সমর্থক রয়েছে, আমরা ২৪’র স্পিরিটে এগিয়ে যেতে চাই।’’
শিহাব