ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

সবার আগে উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে

প্রকাশিত: ১৫:১৪, ৫ এপ্রিল ২০২৫

সবার আগে উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে

ছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, যদি আপনারা রাষ্ট্র সংস্কার করতে চান তাহলে সবার আগে এই উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে। প্রধান উপদেষ্টা হি ইজ অ্যা পারফ্যাক্ট ম্যান। কিন্তু একজন ব্যক্তি, সরকারের প্রধান যতই যোগ্যতাসম্পন্ন হোন না কেন তার আশেপাশে যদি যোগ্যতাসম্পন্ন, অভিজ্ঞ লোক না থাকে তাহলে তার যতই আন্তরিকতা থাকুক না কেন রাষ্ট্রের সংস্কার, গণহত্যার বিচার, হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলানো, অন্যান্য অপরাধীদের বিচার করা সেটি কিন্তু সম্ভবপর হবেনা।

রাশেদ বলেন, আমরা প্রধান উপদেষ্টার ভুমিকা নিয়ে কোনো প্রশ্ন তুলতে চাচ্ছি না, কিন্তু এই যে উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের দোসররা রয়েছে তাদের নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে, দেশের জনগণের প্রশ্ন রয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন করছি যে, তিনি কেন এই উপদেষ্টা পরিষদের সংস্কার করছেন না।

 

ভিডিও লিংক: https://www.facebook.com/reel/1008535830763263

শিহাব

×