
ছবি: জনকণ্ঠ
নৈতিক স্খলনজনিত অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ বাউফল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মশিউর রহমান পলাশকে বহিষ্কার করা হয়েছে।
আজ শনিবার (৫আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় বহিষ্কৃত ব্যক্তির কোন ধরণের দায় দল নিবেনা।
যুবদলের সকল নেতাকর্মীদের তার সাথে কোন সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়েছে।
শুক্রবার দৈনিক জনকণ্ঠসহ কয়েকটি পত্রিকার অনলাইন সংস্করণে এ সংক্রান্ত নিউজ প্রকাশের পর বিএনপির হাইকমান্ডের নির্দেশে মশিউর রহমান পলাশকে বহিষ্কার করা হয়।
শিহাব