ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

প্রাক্তন শিবিরের ঈদ পুনর্মিলনীতে বগুড়ার সাত আসনে জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণা

মাহফুুজ মন্ডল, বগুড়া

প্রকাশিত: ১৪:০৬, ৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৪:০৬, ৫ এপ্রিল ২০২৫

প্রাক্তন শিবিরের ঈদ পুনর্মিলনীতে বগুড়ার সাত আসনে জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণা

ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বগুড়া জেলার সাত আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার দুপুরে শহরের শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী, সাথী ও সদস্যদের প্রীতি সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়। ঘোষিত প্রার্থীরা হলেন
বগুড়া-১: অধ্যক্ষ শাহাবুদ্দিন
বগুড়া-২: অধ্যক্ষ শাহাদাতুজ্জামান
বগুড়া-৩: নূর মোহাম্মদ আবু তাহের
বগুড়া-৪: অধ্যক্ষ মাওলানা তায়েব আলী
বগুড়া-৫: আলহাজ্ব দবিবুর রহমান
বগুড়া-৬: আবিদুর রহমান সোহেল
বগুড়া-৭: গোলাম রব্বানী

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের বগুড়া জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, "নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার ছাড়া নির্বাচনের নামে প্রহসন চলবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে প্রয়োজন মৌলিক রাজনৈতিক সংস্কার।" তিনি আরও বলেন, "এই দেশ কারো পারিবারিক সম্পত্তি নয়। জনগণ যাকে চায়, তারাই দেশ চালাবে। যারা জামায়াত-শিবিরকে দমনের চেষ্টা করছেন, তারা ভুলে গেলে চলবে না এই সংগঠনের শিকড় মাটির অনেক গভীরে।" সরকার ও বিরোধী দলের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "যারা সংস্কারবিহীন নির্বাচন চায়, তারা মূলত ফ্যাসিবাদের হাত ধরে ক্ষমতা চায়। শেখ হাসিনার দোসরদের বিচার একদিন হবেই।" সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রব্বানী, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী এবং ইফসুর সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ।

অনুষ্ঠান শেষে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক বিশাল র‌্যালি অনুষ্ঠিত হয়, যেখানে ছাত্রশিবিরের আড়াই হাজারেরও বেশি সাবেক নেতাকর্মী অংশ নেন। এরপর দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা সমাবেশে নতুন মাত্রা যোগ করে। বগুড়ার রাজনীতিতে জামায়াতের এই সরব পদচারণা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আবীর

×