ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

‘ড. ইউনূসকে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই’

প্রকাশিত: ১৩:২৯, ৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৩:৩০, ৫ এপ্রিল ২০২৫

‘ড. ইউনূসকে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই’

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম তাঁর সম্প্রতি ফেসবুকের পোস্ট নিয়ে পরিষ্কার মন্তব্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁর পোস্টটি সঠিকভাবে বোঝা হয়নি এবং কিছু ভুল ব্যাখ্যা করা হয়েছে।

সারজিস আলম বলেন, "আমি কখনো বলিনি যে আমি ডক্টর ইউনূসকে এবং তাঁর সরকারকে পাঁচ বছরের জন্য দেখতে চাই। পোস্টটি যদি ঠিকমতো দেখা হত, তবে এটা স্পষ্ট হতো যে আমি প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাঁচ বছর দেখতে চাই।"

তিনি আরও বলেন, "এই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে নয়, বরং একটি নির্বাচিত সরকার নিয়ে ছিল। আমি জানি না, বাংলাদেশে এমন কোনো নির্বাচিত সরকার হবে কিনা যেটি ডক্টর ইউনূসের মতো একজন যোগ্য ব্যক্তিকে প্রধানমন্ত্রীর পদে বসানোর জন্য কিছুটা জায়গা ছেড়ে দেবে। তবে আমি মনে করি, ন্যাশনালি এবং গ্লোবালি, ডক্টর ইউনূসের মতো একজন যোগ্য, দক্ষ, এবং সফল ব্যক্তি এই মুহূর্তে আর বাংলাদেশে পাওয়া যাচ্ছে না।"

সারজিস আলম তাঁর মন্তব্যে স্পষ্টভাবে উল্লেখ করেন যে এটি তাঁর একটি ব্যক্তিগত আকাঙ্ক্ষা ছিল, যা ভবিষ্যতে কখনো বাস্তবায়িত হবে কিনা, তা তিনি জানেন না।

এভাবে, সারজিস আলম তাঁর বক্তব্যের সঠিক ব্যাখ্যা তুলে ধরেছেন, যা মূলত ডক্টর মুহাম্মদ ইউনূসের যোগ্যতা ও দক্ষতার প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ও প্রত্যাশা।


সূত্র: https://www.youtube.com/watch?v=Ovd_vY5MJeU

আবীর

×