
জনতার দলের মুখপাত্র ও প্রধান সমন্বয়ক মেজর মোঃ দেলোয়ার হোসেন খান (ডেল এইচ খান)ছবিঃ সংগৃহীত
স্বাধীনতা পরবর্তী ৫৪ বছরের মধ্যে সর্বশেষ ১৫-১৬ বছরে অগ্রজ রাজনৈতিক দলগুলোর চাটুকারিতা ও ব্যর্থতা সম্পর্কে মন্তব্য করেছেন জনতার দলের মুখপাত্র ও প্রধান সমন্বয়ক মেজর মোঃ দেলোয়ার হোসেন খান (ডেল এইচ খান)। সম্প্রতি একটি বেসরকারি টেলিশনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
মেজর ডেল এইচ খান বলেন, ‘গত ৫৪ বছরে বাংলাদেশে যে রাজনৈতিক প্র্যাক্টিস ছিল তার ভেতরে গত ১৫-১৬ বছরে আমরা দেখলাম- আওয়ামী লীগ একটি অ্যাকুয়ারিয়ামের ভেতরে সব রাজনৈতিক দলকে ঢুকিয়ে ফেললো। এমনকি তাদের নিজস্ব যে বিরোধী দল ছিল তারাও আওয়ামী লীগের গৃহপালিত বিরোধী দল ছিল। সুতরাং রাজনৈতিক যেই সিস্টেমটি ছিল, সেটা ৩৬ দিনের একটি অভূতপূর্ব আন্দোলনের মাধ্যমে ছাত্রজনতা ছুড়ে ফেলে দিয়েছে। কারণ দীর্ঘদিন ধরে নির্যাতিত হতে হতে আমাদের ভেতর যে পুঞ্জিভূত ক্ষোভ ছিল, হতাশা ছিল, সেটারই বিস্ফোরণ হয় এই ৩৬ দিনের আন্দোলনে। এই বিস্ফোরণের ফলে ৫৪ বছর ধরে যে অ্যান্টিবায়োটিক আমাদের খাওয়ানো হচ্ছিল, সেটি আমরা ছুঁড়ে ফেলে দিলাম। এই অ্যান্টিবায়োটিক আমরা আর খেতে চাচ্ছি না।’
অগ্রজ রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, ‘পুরানোদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। কিন্তু তাদের ব্যর্থতাগুলোকেও আমাদের যাচাই করতে হবে। যে দল ১৬ বছর চেষ্টা করে তাদের দলের অবিসংবাদিত নেত্রী যিনি আছেন, বেগম খালেদা জিয়া, তাকে মুক্ত করতে পারেননি, তার বাসার সামনে থেকে বালির ট্রাক সরাতে পারেনি, যে দল ফ্যাসিবাদের হাত থেকে আমাদের রক্ষা করতে পারেনি, তাদের উপর কতটা আস্থা রাখা যায় সে ব্যাপারে যথেষ্ট গবেষণা ও বিশ্লেষণের প্রয়োজন আছে৷
মুমু