
জাতীয় নির্বাচনের রোডম্যাপ জানতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফের বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি।দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপির প্রত্যাশা,পূর্ব প্রতিশ্রুতি এবং জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে সরকার দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে। অন্যথায়, নিজেদের বক্তব্য নিয়ে জনগণের কাছে যাবে দলটি।
বেসরকারী টেলিভিশন চ্যানেলে এক ইন্টারভিউয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, “মাননীয় প্রধান উপদেষ্টাকে আবারো দেখা করে উনার সাথে এটার গুরুত্ব সম্পর্কে বলব। আহ্বান জানাবো যেন উনি অতি শীঘ্র জনগণের চাহিদা অনুযায়ী, জনগণের চাহিদাকে সামনে রেখে উনি একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রদান করবেন। যেটা উনি আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য।
দ্বিতীয়ত, আমরা বলবো যদি এই প্রক্রিয়া বিলম্বিত হয় তাহলে আমরা আমাদের পদক্ষেপ হিসেবে গণতান্ত্রিক রীতি অনুসারে আমাদের বক্তব্য নিয়ে আমরা জনগণের সামনে যাব।”
জুলাই বিপ্লবের পর শেখ হাসিনা সরকারের পতনের পরপরই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য দেখা গেলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই ঐক্যে ফাটল ধরেছে। শুরু থেকেই ভোটকেন্দ্রিক সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। তবে এ বিষয়ে জামায়াতসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল কিছুটা ভিন্ন সুরে কথা বলছে।
এরই মধ্যে নির্বাচন আয়োজনের আনুমানিক সময়সীমা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, “এ বছরের শেষ থেকে আগামী বছরের প্রথমার্ধে ভোট নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।” তবে ড. ইউনুসের এই রূপরেখাকে এখনও অস্পষ্ট মনে করছে বিএনপি। সে কারণেই শীঘ্রই তাঁর সঙ্গে বৈঠকে বসতে চায় দলটি।
বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, “বিএনপি নির্বাচনমুখী রাজনৈতিক দল। আমাদের নির্বাচনের প্রস্তুতি সবসময় থাকে, শুধু হালনাগাত করতে হয়। আমরা হালনাগাত বা আপডেট যেটি বলেন, আমরা সেই প্রক্রিয়াতে আছি। নমিনেশন প্রক্রিয়ার আগ পর্যন্তই আমরা হালনাগাত করতে থাকব। তো এই বিষয়ে আমাদের প্রস্তুতি সবসময় থাকে, আছে, এটা চলমান।”
ভোট ছাড়া অনির্বাচিত সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকা দেশের জন্য মঙ্গলজনক নয় বলেও মন্তব্য করেন বিএনপির এই নীতিনির্ধারক।
সূত্র:https://tinyurl.com/2jjrmmay
আফরোজা