ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে তিক্ততা তৈরি হয়েছিল, সেটি যেন আর সামনে না এগোয় :মির্জা ফখরুল

প্রকাশিত: ০৮:০৭, ৫ এপ্রিল ২০২৫; আপডেট: ০৮:০৭, ৫ এপ্রিল ২০২৫

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে তিক্ততা তৈরি হয়েছিল, সেটি যেন আর সামনে না এগোয় :মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত


বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠককে কেন্দ্র করে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক মন্তব্যে তিনি এই বৈঠককে ‘আশার আলো’ হিসেবে অভিহিত করেছেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা মনে করি, ভূ-রাজনীতি, বর্তমান বিশ্ব রাজনীতি ও বাংলাদেশ-ভারতের এ অঞ্চলের প্রেক্ষাপটে ড. মুহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদির বৈঠক আমাদের সামনে একটি আশার আলো তৈরি করছে।”

তিনি আরও বলেন, “ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে তিক্ততা তৈরি হয়েছিল, সেটি যেন আর সামনে না এগোয় অথবা কমে আসে—বৈঠকে সে সম্ভাবনা সৃষ্টি হয়েছে।”

বৈঠকে উভয় নেতার আন্তরিকতা লক্ষ্য করেছেন বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “আমি যতদূর দেখেছি, তাতে মনে হয়েছে– এ ব্যাপারে দু’জনই যথেষ্ট আন্তরিক এবং নিঃসন্দেহে বাংলাদেশ ও ভারত– দু’দেশের মানুষের উপকারে আসবে।”

আঁখি

×