
ছবি সংগৃহীত
বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার রাতে রংপুরের একটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের সদস্য সচিব আখতার হোসেন।
তিনি বলেন, “দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেয়া হবে না। যদি কেউ এনসিপিতে আওয়ামী লীগের সদস্যদের মিলিত করার চেষ্টা করে, তাহলে তাদেরকে সরাসরি পুলিশে দেয়া হবে।”
এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে শেখ হাসিনাসহ গণহত্যার দায়ীদের দেশে ফিরিয়ে আনা, পানিচুক্তিসহ যেসব ইস্যুতে আলোচনা হয়েছে তা বাস্তবায়নের দাবি জানান আখতার হোসেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
আখতার হোসেন আরও বলেন, “বাংলাদেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট শাসন ও গণহত্যা চাপিয়ে দিয়েছে, তাতে করে এদেশে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক ভূমিকা বা পুনর্বাসন আমরা মেনে নেব না।”
আশিক