ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

নরসিংদীতে বিএনপি নেতার বাড়িতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নরসিংদী প্রতনিধি

প্রকাশিত: ০০:৩৪, ৫ এপ্রিল ২০২৫

নরসিংদীতে বিএনপি নেতার বাড়িতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নরসিংদী রায়পুরার চর আড়ালিয়া ইউনিয়ন বিএনপির আমৃত্যু সভাপতি প্রয়াত বাচ্চু মিয়ার বাড়িতে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে প্রয়াত বাচ্চু মিয়ার বাড়িতে চর আড়ালিয়া ইউনিয়ন বাসীর পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির প্রয়াত নেতা বাচ্চু মিয়ার ছেলে ও নরসিংদী জেলা যুবদলের সদস্য মামুনুর রশীদ মামুন।

লিখিত বক্তব্যে মামুন বলেন, "গত ৩১ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে চর আড়ালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামানের নির্দেশে মনির মিয়ার ছেলে মো. মোর্শেদ মিয়া, কেবল ডাকাত, জিন্নাহ মিয়া, ফখরুদ্দিনসহ আরও ১৫-২০ জন আমাদের বাড়িসহ প্রায় ৭/৮টি বাড়িতে সশস্ত্র হামলা চালায়।"

তিনি আরও অভিযোগ করেন, "এসময় তারা বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালিয়ে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে এবং একাধিক ব্যক্তিকে কুপিয়ে, পিটিয়ে ও গুলি করে আহত করে।"

মামুন বলেন, হামলার ঘটনায় মোহাম্মদ জাবেদ মিয়া বাদী হয়ে রায়পুরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, কিন্তু এখনো কোন প্রতিকার মেলেনি। অভিযুক্তরা এখনো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে, ফলে পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

বিষয়টি সুষ্ঠু তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন তিনি। এসময় ক্ষতিগ্রস্ত পরিবার সহ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আশিক

আরো পড়ুন  

×