ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

চাঁদা না দেওয়ায় হত্যার হুমকি ও মাকে লাঞ্ছিত করার অভিযোগ কৃষক দল নেতার বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল

প্রকাশিত: ২০:৫৫, ৪ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:৫৬, ৪ এপ্রিল ২০২৫

চাঁদা না দেওয়ায় হত্যার হুমকি ও মাকে লাঞ্ছিত করার অভিযোগ কৃষক দল নেতার  বিরুদ্ধে

ছবি: উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস

বরিশালের বাকেরগঞ্জে এক ব্যবসায়ীকে মারধর ও গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা কৃষক দলের আহবায়কের বিরুদ্ধে। ব্যবসায়ী ছেলেকে হুমকি দেওয়ার বিষয় প্রতিবাদ করতে গেলে ওই বৃদ্ধা মাকে লাঞ্ছিত করেন কৃষক দলের এই নেতা। 

গতকাল ৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। ওই এঘটনার পর আতঙ্কে দিন কাটাচ্ছে ভূক্তভোগী মহসিন বিশ্বাস ও তার পরিবার। 

৪ এপ্রিল শুক্রবার এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যবসায়ীকে মারধর ও গুলি করে হত্যার হুমকি ও তার বৃদ্ধ মাকে লাঞ্ছিত করার একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে। রীতিমত যে অডিও কল রেকর্ডটি ভাইরাল হয়ে গেছে। 

ভূক্তভোগী মহসিন বিশ্বাস জানান, ৫ আগস্টের পর উপজেলা কৃষকদলের আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস তার কাছে দলীয় কার্যক্রম পরিচালনার জন্য ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিলে অস্বীকার করলে তাকে এলাকা ছাড়া করা সহ দেখে নেওয়ার হুমকী দিয়ে আসছে। ব্যবসায়ী মহসিন বিষয়টি জেলা বিএনপি ও কৃষক দলের শীর্ষ নেতাদের অবহিত করেন। এতে আরো ক্ষুদ্ধ হয় জাহাঙ্গীর বিশ্বাস। 

গত বুধবার রাত ৯ টার দিকে মহসিন তার বাড়ির সামনের রাস্তায় এক প্রতিবেশীর সাথে কথা বলছিলেন। ঘটনাক্রমে ওই পথ দিয়ে মোটর সাইকেলে যাচ্ছিলেন জাহাঙ্গীর বিশ্বাস। মহসিনকে দেখে মোটরসাইকেল থামিয়ে তাকে গালাগাল শুরু করে সে। মহসিন প্রতিবাদ করলে তাকে গুলি করে ঝাঁজড়া করে দেওয়ার হুমকী দেয় সে। এসময় মহসিনের সাথে থাকা ওই প্রতিবেশী গালাগালের কারন জানতে চাইলে জাহাঙ্গীর বলেন, ও (মহসিন) আওয়ামী লীগ করে। ওকে এলাকায় থাকতে দেয়া হবেনা।

এ সময় ওই প্রতিবেশী মহসিনের কোন অপকর্ম আছে কিনা জানতে চাইলে সে কোন সদুত্তর দিতে পারেনি। বুধবার রাতের ওই ঘটনা মহসিন আবারো জেলা কৃষকদলের শীর্ষ নেতাদের অবহিত করেন। এতে ক্ষুদ্ধ হয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীর ও তার সহযোগীরা মহসিনের বাড়ির সামনে গিয়ে তাকে গালাগাল করে এবং ফের হত্যার হুমকী দেয়। এসময় মহসিনের মা বৃদ্ধা নুরজাহান বেগম প্রতিবাদ করেন এবং মহসিনের কি অপরাধ জানতে চান। জাহাঙ্গীর মহসিনের কোন অপরাধ না বলে সে (মহসিন) সে আওয়ামী লীগ করে বিএনপি করেনা বলে জানান। এ সময় নুরজাহান বেগমের সামনে মহসিনকে মেরে ফেলার হুমকী দেয় সে। নুরজাহান বেগম এর প্রতিবাদ করলে তাকে এবং মহসিনকে শারিরীক ভাবে লাঞ্চিত করে সে। এসময় আসপাশের বাসিন্দারা ঘটনা প্রত্যক্ষ করলেও ভয়ে কেউ তাকে নিবৃত্ত করেনি।  

ভূক্তভোগী ব্যবসায়ী মহসিন বিশ্বাস আরো বলেন, তিনি কখনো আওয়ামী লীগ কিংবা এর কোন অঙ্গ ও সহযোগী সংগঠনের কোন পদে ছিলেন না এবং কোনো রাজনীতির সাথেও কখনো জড়িত ছিলেন না। তার থেকে চাঁদা নিতে ও হেনেস্তা করতেই আওয়ামী লীগ উপাধি দিচ্ছে জাহাঙ্গীর বিশ্বাস। ব্যবসায়ীক কারনে এলাকার বাইরে অবস্থান করায় এই এলাকায় তার বিরুদ্ধে কোন অন্যায় কিংবা অপকর্মের কোন অভিযোগ নাই।

কৃষকদলের এই নেতার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে ভরপাশা এলাকায় ভাঙ্গাপোল নামক স্থানে সড়ক ও জনপথ এর জমিতে নৌপথে তরমুজ উত্তোলনের ঘাট বানিয়ে তরমুজ উত্তরণ বাবদ ব্যবসায়ীদের কাছ থেকে দীর্ঘদিন ধরে লাখ লাখ টাকা চাঁদাবাজী করে আসছে। এলাকায় দলীয় ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন জনের সাথে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে জাহাঙ্গীরের বিরুদ্ধে। ৫ই আগষ্টের পরে জাহাঙ্গীর বিশ্বাসের নেতৃত্বে ভরপাশা ইউনিয়ন পরিষদ ভবনে ভাঙচুর ও লুটপাট করা হয়। সম্প্রীতি সময়ে লক্ষীপাশা বাজারে কবির হাওলাদারের জমি দখল করে রাতের আঁধারে প্রতিপক্ষকে বুঝিয়ে দেয় জাহাঙ্গীর বিশ্বাস। এছাড়াও ২০০১ সালে উপজেলা ভরপাশা ইউনিয়নের এক মুক্তিযোদ্ধাকে বাড়ি থেকে ধরে নিয়ে মারধর করেন জাহাঙ্গীর বিশ্বাস।  

এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে উপজেলা কৃষকদলের আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস বলেন, বিগত দিনে মহসিন বিশ্বাস আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। ৫ আগস্টের পর তাকে আমি বরিশাল থেকে বাড়িতে নিয়ে আসি। কিন্তু বর্তমানে সে আমার বিরুদ্ধে কেন অপপ্রচার চালাচ্ছে তা আমার বোধগম্য নয়। আমি তার কাছে কোন চাঁদা দাবি করি নাই। এলাকায় আমার নামে কোন অভিযোগ নাই। 

এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে বরিশাল জেলা কৃষকদলের আহবায়ক মোহসিন আলম জানান, ঘটনাটি আমি জেনেছি। তাকে (জাহাঙ্গীর) বরিশালে ডেকেছি। বিষয়টি শুনে আমি পরবর্তী ব্যবস্থা গ্রহন করবো।     

আসিফ

×