
ছবি: সংগৃহীত।
ভারতের সঙ্গে পূর্ববর্তী সরকারগুলোর সময়ে স্বাক্ষরিত যেসব অসম চুক্তি হয়েছে, সেগুলো এখন বাতিল করা দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, “থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেক-এর সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক প্রয়োজন ছিল। একই সঙ্গে এ বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি বলেন, “বৈঠকে তিস্তা নিয়ে কথা হয়েছে। তবে তিস্তা বাঁধ নিয়ে আলাদাভাবে কথা বলার প্রয়োজন নেই। তিস্তার পানি বাংলাদেশকে দিতেই হবে এবং তিস্তা বাঁধের প্রয়োজনীয় সংস্কার আমাদেরই করতে হবে। তিস্তা ও ফারাক্কা ইস্যুতে বাংলাদেশ কোনো ছাড় দেবে না।”
মির্জা আব্বাস আরও বলেন, “বাংলাদেশের জনগণ এসব ইস্যুতে এখন একটি শক্ত অবস্থানে রয়েছে। ভারতের সঙ্গে বিগত সরকারের আমলে যেসব অসম চুক্তি হয়েছে, এখন সেগুলো বাতিল করা দরকার। যেসব চুক্তি এখনও কার্যকর হয়নি, সেগুলোরও বাতিল করা প্রয়োজন।”
সূত্র: https://www.facebook.com/watch/?v=1698701244091155&rdid=bp0nhoK5Xm85z0eh
সায়মা ইসলাম